Dr. Neem on Daraz
Victory Day

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৫:১৭ পিএম
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

ছবি: আগামী নিউজ

ইসলামী বিশ্বদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদনের প্রায় ৮৬.৪২ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও ‘ডি’ ইউনিটের অধীনে স্বতন্ত্রভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইবির অনুষদ ভবনে এই ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়। এতে আবেদন করেছিলো ১৩১৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রক্টর  ড. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

পরীক্ষার বিষয়ে ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. মু. সোলায়মান বলেন, কোন প্রকার অসঙ্গতি ছাড়াই পরীক্ষা সু্ষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে