Dr. Neem on Daraz
Victory Day

চবির ‘সি’ ইউনিটে পাসের হার ৫১.৯৩ শতাংশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১১:৫৪ এএম
চবির ‘সি’ ইউনিটে পাসের হার ৫১.৯৩ শতাংশ

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। পাস করেছেন ৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। সে হিসাবে পাশের হার ৫১.৯৩ শতাংশ।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক সালামতউল্ল্যা ভূঁইয়া জানান, আজ ‘সি’ ইউনিটের ফলাফলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে ভর্তিচ্ছুরা ফল দেখতে পাবে। ‘সি’ ইউনিটে অংশ নেওয়া ১০ হাজার ১৩২ জনের মধ্যে পাস করেছেন ৫ হাজার ২৬১ জন। ফেল করেছেন ৪ হাজার ৮৭১। যা মোট পরীক্ষার্থীর ৪৮ শতাংশ বলে জানান তিনি।

এর আগে, গতকাল শুক্রবার ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৪৬ শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৭ দশমিক ২১ শতাংশ

এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জিপিএসহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৮ দশমিক ২৫। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ১৩ হাজার ৯১৮ ভর্তিচ্ছুদের মধ্যে অংশ নেন ১০ হাজার ১৩২ জন। গড় হিসেবে উপস্থিতি ৭২ দশমিক ৭৯ শতাংশ। আর অনুপস্থিত ৩ হাজার ৭৪৬ জন।

চবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১১টা থেকে শুরু হবে। দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতি শিফটে ১৩ হাজার ৫৬১ জন করে মোট ২৭ হাজার ১১২জন ভর্তিচ্ছু অংশ নেবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে