Dr. Neem on Daraz
Victory Day

৩১শে ডিসেম্বরের মধ্যে জাবি শিক্ষক সমিতির নির্বাচন


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৩:২৭ পিএম
৩১শে ডিসেম্বরের মধ্যে জাবি শিক্ষক সমিতির নির্বাচন

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন ৩১শে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন। এ নির্বাচন উপলক্ষে শিক্ষক রাজনীতির প্রাণ ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, 'আমরা গত বছরের ২৭শে জানুয়ারি সর্বশেষ নির্বাচন করি। মহামারিতে আমরা দায়িত্বকাল সম্প্রসারিত করতে বাধ্য হয়। যার কারণে কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসছে। তাই অতিদ্রুত নির্বাচন দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে চাচ্ছি। নির্বাচন কমিশনকে ৩১শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।' তিনি বলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা ফেরদৌসকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম কমিশনে সদস্য হিসেবে রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা ফেরদৌস বলেন, 'শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চায়। এজন্য খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবে কমিশন।' তিনি বলেন, 'আমরা শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন আয়োজন করবো।'

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, 'আমরা করোনার কারণে দুই দফায় সাধারণ সভা ডেকে দায়িত্বের সময়সীমা বৃদ্ধি করি। কিন্তু স্বাভাবিক সময়ে শিক্ষক সমিতির নির্বাচন নিয়মিত হয়। আমরা চায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদগুলোর নির্বাচন (ডিন, সিন্ডিকেট) শিক্ষক সমিতির মতো ধারাবাহিকতা রক্ষা করুক।' 

নির্বাচনের বিষয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, 'নির্বাচনের জন্য আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে। বিশ্ববিদ্যালয় বান্ধব চিন্তা নিয়ে এবারের নির্বাচন করবে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্বাচনের প্যানেল ঠিক করা হবে।' 

বঙ্গবন্ধুর আদর্শের ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন বলেন, 'এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনীতি প্রাণ ফিরে পাবে। আমরা ভর্তি পরীক্ষার পরেই নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিবো। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ছাড়াও আরও নির্বাচনী পর্ষদ রয়েছে। সে কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা রয়েছে।' এর আগে, গত বছরের ২৭শে জানুয়ারি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে