Dr. Neem on Daraz
Victory Day

জাবি গ্রন্থাগারে বিশেষ পাঠকক্ষ ; শিক্ষার্থীদের ১০ দাবি


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৬:৩৪ পিএম
জাবি গ্রন্থাগারে বিশেষ পাঠকক্ষ ; শিক্ষার্থীদের ১০ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠকক্ষ চালু হয়েছে। আধুনিক মানসম্পন্ন কক্ষটিতে ব্রেইল পদ্ধতির বই ও অডিও রেকর্ডসহ নানবিধ সুযোগ থাকবে।

গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সকালে কক্ষটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম। বিশ্ববিদ্যালয় শাখা ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলোপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এই আয়োজন সম্পন্ন করে।

এসময় বাংলা বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থী সজিব চৌধুরী আবিদ বলেন, আরো আগেই আমাদের জন্য এইরকম পাঠকক্ষ পাওয়ার কথা ছিল। দেরী করে হলেও অবশেষে এটা পেয়ে আমরা বিশেষ খুশি। এটা আমাদের পড়াশোনা অধিকতর সহজ করবে।

স্বাভাবিক চলাচলে অক্ষম গণিত বিভাগের ১ম বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক শিবলী বলেন, ‘আমার ক্লাস থাকে দোতলায়। ভবনটিতে কোন র‌্যাম্প না থাকায় আমার ইলেক্ট্রিক চেয়ার থাকা স্বত্ত্বেও আমি সেটি ব্যবহার করতে পারি না। তার জন্য আমার নিয়মিত ক্লাস করা সম্ভব হয় না। এতো বড় একটা ক্যাম্পাস অথচ আমাদের যাতায়াতের জন্য সব জায়গা উপযোগী না।’

এসময় ১০টি দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসিক হল সমূহে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সিটের ব্যবস্থা, প্রত্যেক অনুষদ ও প্রশাসনিক ভবনসহ নবনির্মিত হল এবং ভবনসমূহে প্রবেশগম্যতা নিশ্চিতের লক্ষ্যে র‌্যাম্পের ব্যবস্থা করা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইলের ব্যবস্থা, আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ক্যাম্পাসের বাস সমূহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৫টি সিট সংরক্ষণ এবং শিক্ষক, কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্য বিবেচনা করা।

সংগঠনটির সভাপতি আব্দুল গাফফার বলেন, ‘পরিসংখ্যান মতে বাংলাদেশের  আট থেকে দশ শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতার শিকার। বিশাল এই জনগোষ্ঠীকে পিছনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার বাংলাদেশ গড়া  কখনই সম্ভব নয়। আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিবন্ধদের উপযোগী করতে ১০টি দাবি আছে। আশা করি এসব বাস্তবায়নে প্রশাসন নজর দিবে।’

এব্যাপারে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘জাবি প্রতিবন্ধীদের জন্য উপযোগী। তাদের চলাফেরায় কোন প্রতিবন্ধকতা নেই। তারা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে। নতুন সেসব হল হচ্ছে সেগুলোতে র‌্যাম্প বসানো হয়েছে। পুরাতন যেসব বিল্ডিংয়ে সে ব্যবস্থা নাই সেগুলো র‌্যাম্প বসানোর ব্যবস্থা করব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাদের সব রকম সাহায্য এবং সহযোগিতা করব।’

তিনি আরও বলেন, ‘এই দাবি গুলো যথেষ্ট যৌক্তিক এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত দাবিগুলো পূরণের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

বায়েজীদ হাসান/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে