Dr. Neem on Daraz
Victory Day

কখন কোথায় লোডশেডিং আজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৮:২২ এএম
কখন কোথায় লোডশেডিং আজ

ঢাকাঃ আজ (মঙ্গলবার) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি। তবে ঢাকার আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের জন্য এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

বৃহস্পতিবার শিডিউল দেওয়ার পরিবর্তে ডিপিডিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো

অন্যদিকে, এক বিজ্ঞপ্তিতে লোডশেডিং শিডিউল জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডেসকো গ্রাহকরা শিডিউল দেখতে ক্লিক করুন এখানে

দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত শিডিউল করে দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আবার শিডিউলের বাইরেও শোডশেডিং হচ্ছে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে