Dr. Neem on Daraz
Victory Day

ঈদযাত্রার প্রথম দিনেই বিলম্বে ছাড়লো তিন ট্রেন, যাত্রীদের ক্ষোভ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ১১:১৮ এএম
ঈদযাত্রার প্রথম দিনেই বিলম্বে ছাড়লো তিন ট্রেন, যাত্রীদের ক্ষোভ

ঢাকাঃ ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এই পথে বাড়ি ফেরা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর থেকে ঈদ উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে ট্রেনে ঘরে ফেরা মানুষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ট্রেনযাত্রার শুরুর দিনেই নির্ধারিত সময়ে ছাড়েনি ট্রেন। অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেনে চেপে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন মানুষ।

সকাল ৮টার আগে কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি নিয়ে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। স্টেশনের চিত্র অন্য স্বাভাবিক দিনের মতোই ছিল। কর্মব্যস্ত অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই বাড়িতে চলে গেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা যায়।

এদিন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাবে নীলফামারীর চিলাহাটি। ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার জন্য অপেক্ষা করা এক যাত্রী জানান, ট্রেনটি ৬টা ৩৪মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরি করেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।

ওই ট্রেনের যাত্রী আরিফ। তিনি বলেন, ২০ মিনিট ধরে ট্রেনে বসে আছি। কিন্তু ট্রেন ছাড়ার কোনো নাম নেই। ঈদযাত্রায় প্রতিবছরই এরকম ভোগান্তি থাকে।

সুন্দরবন এক্সপ্রেসের আরেক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ভোগান্তি যেন না হয় তার জন্যই টিকেট কেটেছি ট্রেনের। কিন্তু প্রথম দিনেই ট্রেন দেরি করে ছাড়ছে।

ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিন লাইনে গত কয়েকদিনের তুলনায় মানুষ কিছুটা কম থাকলেও ভিড় রয়েছে।

অন্য দিনগুলোর মতো শেষ দিনের অগ্রিম টিকিট নিতে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছেন গতকাল বিকেল ও রাতে। অনেকে রোববার (৩ জুলাই) লাইন দিয়ে টিকিট না পেয়ে গতকাল আবার লাইন ধরেছেন। আজ টিকিট পেয়েছেন।

আগাম টিকিট বিক্রির শিডিউল অনুসারে ঈদযাত্রার প্রথম দিন আজ। গত ১ জুলাই ঢাকা থেকে সারাদেশের ট্রেনের আজকের টিকেট বিক্রি করে রেলওয়ে।

২ জুলাই বিক্রি করা হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই বিক্রি করা হয় ৭ জুলাইয়ের এবং ৪ জুলাই বিক্রি করা হয় ৮ জুলাইয়ের টিকিট।

প্রথম দিনে মোট ৩৭ জোড়া ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে। শেষ দিন হিসেবে আজ বিক্রি হচ্ছে ৯ জুলাইয়ের টিকিট।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে