Dr. Neem on Daraz
Victory Day

মিরপুরের নিখোঁজ ৪ শিশুকে জীবিত উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০২:১৭ পিএম
মিরপুরের নিখোঁজ ৪ শিশুকে জীবিত উদ্ধার

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার কণ্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা ও রাজধানীর সদরঘাট এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও মিরপুর থানা পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া চার শিশু হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হয় গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা।

তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া শিশুদের আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে