Dr. Neem on Daraz
Victory Day

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৭:৪৬ পিএম
মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণ হয়ে তিনজনের পর রওশন আরা বেগম (৭০) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।  

এদিকে এ ৭ জন দগ্ধের ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রথম রিনা বেগম (৫০) নামের একজন মারা যান।  এছাড়া রাতে  শফিকুল ইসলাম (৩৫) ও সুমন (৪০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর ৬ তলা ভবনে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ দ্বগ্ধ ৭ জন চিকিৎসাধীন ছিলেন।  চিকিৎসাধীন ৭ জনের মধ্যে রিনা বেগম  (৫০) নামের একজন গতকাল রাত ১০টার দিকে মারা যান। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া রাত আড়াইটার দিকে দ্বগ্ধদের মধ্যে ভবনমালিকের দ্বিতীয় স্ত্রী রিনা বেগমের ছেলে শফিকুল ইসলাম ও গ্যাসমিস্ত্রি সুমন মারা যান। এছাড়া শুক্রবার বিকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা বেগমের মৃত্যু হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ৬ তলা ভবনের গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৩ জন নারী এইডিইউতে চিকিৎসাধী নিচ্ছিলেন। আইসিইউতে থাকা নারী বিকালে মারা গেছেন।  মারা যাওয়া রিনা বেগমের শরীর ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। রফিকুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল।  

অন্যদিকে, বিকালে আইসিইউতে মারা যাওয়া রওশন আরা বেগমের শরীরের ৮৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহালেশন ইনজুরি হয়েছিল। রেনু বেগমের ৩৮ শতাংশ, নাজনীনের ২৭ শতাংশ ও শিশু নওশীনের শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে