Dr. Neem on Daraz
Victory Day

পবিত্র শবেবরাত ৯ এপ্রিল


আগামী নিউজ | বাংলঅদেশ প্রতিদিন প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ১১:৫৬ এএম পবিত্র শবেবরাত ৯ এপ্রিল

আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪১ হিজরি বর্ষের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার চলমান রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ২৭ মার্চ শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার ১৪ শাবান দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেবরাত পালিত হবে। মুসলিম উম্মাহ শাবান মাসের ১৪ তারিখ রাতটি সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহতায়ালা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। শবেবরাতের মহিমান্বিত এই রাতে পরম করুণাময় আল্লাহতায়ালার সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা বেশি বেশি নফল নামাজ আদায়ের পাশাপাশি  কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

আগামী নিউজ/নাঈম