Dr. Neem on Daraz
Victory Day
করোনাভাইরাস

ভাড়াটিয়াদের দু’মাসের ভাড়া মওকুফ করলেন সাংবাদিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৪:৪৬ পিএম আপডেট: মার্চ ২৩, ২০২০, ১০:৪৬ এএম ভাড়াটিয়াদের দু’মাসের ভাড়া মওকুফ করলেন সাংবাদিক

ঢাকা: করোনা পরিস্থিতি, ভাড়াটিয়াদের দু’মাসের ভাড়া মওকুফ করলেন সাংবাদিক শাওন ইমতিয়াজ। করোনা সংক্রমণ ঠেকাতে যে কোনো সময় যে কোনও এলাকা লকডাউন ঘোষণা করা হতে পারে।নিরাপত্তার স্বার্থে অনেকে একদম জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।এমন অবস্থায় অনেকেরই আয়রোজগার ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। সবার হাতেই বাড়তি টাকা রাখা দরকার, এমন একটা পরিস্থিতি।


এসব বিবেচনা করেই দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক ও নিউজ চট্টগ্রাম ২৪ এর এডিটর ইন চিফ মির্জা ইমতিয়াজ শাওন সিদ্ধান্ত নিয়েছেন দু’মাসের ভাড়া মওকুফের।

ফেসবুকে তিনি জানান, যারা আমার বাড়িতে ভাড়া থাকেন, তাদের এপ্রিল ও মে মাসের ভাড়া নেবো না। আমার সাধ অনেক, সাধ্য কম। সীমিত সাধ্যে অল্প কিছু করার প্রয়াস। আসুন সাধ্য মতো একে অপরের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন

 এর একদিন আগে ঢাকার মীরপুরের এক বাড়ির মালিক তার ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন।


আগামী নিউজ/নাঈম