Dr. Neem on Daraz
Victory Day

পীরগাছায় সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আগামী নিউজ | একরামুল ইসলাম, (পীরগাছা) রংপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১০:১৬ এএম
পীরগাছায় সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ বৃক্ষরোপন ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১আগস্ট) বিকেলে সবুজ আন্দোলন রংপুর জেলা শাখার আয়োজনে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ তছলিম উদ্দিন ও আলোড়ন বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আনছারী যুগ্ম আহবায়ক সবুজ আন্দোলন রংপুর জেলা শাখা।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন রংপুর জেলা শাখার সদস্য সচিব এম এ জামান, যুগ্ম আহবায়ক এম এম ইমরান খান, সাঁকো'র চেয়ারম্যান এনামুল হক ,কল্যাণী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার শাহীন মির্জা সুমন,প্রমূখ।

আলোচনা সভা শেষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে দিনদিন পরিবেশ দূষিত হচ্ছে। তাই জেলার পরিবেশ বিপর্যয় রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে