Dr. Neem on Daraz
Victory Day

পীরগাছায় ‘অগ্রগমন’ ফাউন্ডেশনের বিনামূল্যে চারাগাছ বিতরণ


আগামী নিউজ | একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২১, ০১:৩২ পিএম
পীরগাছায় ‘অগ্রগমন’ ফাউন্ডেশনের বিনামূল্যে চারাগাছ বিতরণ

ছবি : আগামী নিউজ

রংপুরঃ ত্যাগ, সেবা ও শান্তি শ্লোগানে রংপুরের পীরগাছায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রগমন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চারাগাছ বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন এ কর্মসূচির উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস। ডিলাক্স টেইলার্সের সৌজন্যে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদ-উর-রহমান ফুয়াদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুরাদ, সংগঠনের উপদেষ্টা শংকর কুমার রায়, সংগঠনের প্রধান নির্বাহী, সহ-সভাপতি, সহ-সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অন্যান্য সদস্যরা। অগ্রগমন ফাউন্ডেশনের আয়োজনে প্রথম পর্যায়ে বনজ, ফলদ ও ঔষধি অর্ধশতাধিক চারাগাছ বিতরণ করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে