প্রতীকী ছবি
১৯৮৯ সালের ৫ ডিসেম্বর, মঙ্গলবার, ভাই লুৎফুল হক সাহেবের বাসায় সাপ্তাহিক মাহফিলে কথা হচ্ছিল নফস ও তরীকত সম্পর্কে। হুজুর বললেন- " এই যে আমি, এই আমিটাই হলো নফস"। উদাহরণ দিয়ে পীর ভাই সিদ্দিকী সাহেবের নাম ধরে বললেন- " আমি সিদ্দিকী, আমি একজন ডিপুটি সেক্রেটারী, আমি, অমুক, তমুক ইত্যাদি হলো নফস। নফসকে আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছেন- কোনটা ভালো, কোনটা মন্দ।
আগামীনিউজ/মিথুন