Dr. Neem on Daraz
Victory Day

রিয়াজের শ্বশুরের লাইভে আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ


আগামী নিউজ | আদালত ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০২:২৪ পিএম
রিয়াজের শ্বশুরের লাইভে আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ

ঢাকাঃ চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের (৫৮) ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিডিওটি যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। 

রাজধানী ধানমন্ডির ৭ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে একাই থাকতেন আবু মহসিন খান। গত বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসেছিলেন আবু মহসিন খান। এরপর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন পোশাক শিল্পের এই কাঁচামাল ব্যবসায়ী।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে