Dr. Neem on Daraz
Victory Day

৪ হাজার চিকিৎসক নিয়োগের ফল প্রকাশ আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:০৮ এএম
৪ হাজার চিকিৎসক নিয়োগের ফল প্রকাশ আজ

প্রতীকী ছবি

ঢাকাঃ করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসা খাতে সেবা বাড়াতে আজ বৃহস্পতিবার ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪২তম বিসিএসের মাধ্যমে নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। বিকাল সাড়ে ৩টায় পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কমিশন সভায় এই নিয়োগের সুপারিশ অনুমোদন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে ছুটির দিনেও কাজ করে পিএসসির ৪২তম বিসিএসের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। হাসপাতালগুলোয় চিকিৎসক সংকট চরমে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে পদ থাকা সত্ত্বেও প্রায় সাড়ে ১১ হাজার পদে কোনো চিকিৎসক নিয়োগ করা হয়নি। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে