Dr. Neem on Daraz
Victory Day

দুই ডোজ টিকার আওতায় সাড়ে ৮ কোটি ৫৮ লাখ মানুষ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৯:৪৫ এএম
দুই ডোজ টিকার আওতায় সাড়ে ৮ কোটি ৫৮ লাখ মানুষ

ঢাকাঃ করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে টিকা কর্মসূচির শুরু থেকে এখন পর্যন্ত দুই ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছেন ৮ কোটি ৫৮ লাখ ৪ হাজার ৪৪০ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ২৩৯ জন। তবে, প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ৩ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ মার্চ) সারাদেশে ৮ লাখ ৭৭ হাজার ৯৮৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ২ হাজার ৮৭৬ জনকে প্রথম ডোজ এবং ৫ লাখ ৭১ হাজার ২৩৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক লাখ ৩ হাজার ৮৭২ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত এক কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে এক কোটি ৩১ লাখ ৬২ হাজার ৫০৩ জন। এদিকে, গত একদিনে ২৬ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে এক লাখ ৭০ হাজার ৫০৩ জন।

এদিকে, দেশে এই পর্যন্ত এক লাখ ৮৩ হাজার ৬৭৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকা কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে