Dr. Neem on Daraz
Victory Day

একদিনে করোনা টিকা নিলেন আরও প্রায় ১৫ লাখ মানুষ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১০:১৩ এএম
একদিনে করোনা টিকা নিলেন আরও প্রায় ১৫ লাখ মানুষ

ঢাকাঃ রাজধানীসহ সারাদেশে নতুন করে দুই ডোজ মিলিয়ে আরও ১৪ লাখ ৭২ হাজার ৫২২ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ লাখ ৮১ হাজার ৩৩৯ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৯১ হাজার ১৮৩ জন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। সারাদেশে মোট বুস্টার ডোজ নিয়েছেন ৭ লাখ ৪১ হাজার ২৬৫ জন।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৮ হাজার ৮৭৬ জন ও নারী ৬ লাখ ১২ হাজার ৪৬৩ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ২৭৬ জন ও নারী ১ লাখ ৪৬ হাজার ৯০৭ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৭৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৮ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার ৮৩৪ জন।

এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৮ কটি ১১ লাখ ৮৮ হাজার ৫৭০ জন ও পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৭৫ হাজার ১৩৫ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে ৯ লাখ ১৯ হাজার ৬৬৩ জন নিবন্ধন করেছেন।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে