Dr. Neem on Daraz
Victory Day

টিকা নিলেন আরও ১২ লাখ ৪৫ হাজার ১৭০ জন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৯:০৫ এএম
টিকা নিলেন আরও ১২ লাখ ৪৫ হাজার ১৭০ জন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই ডোজ মিলিয়ে আরও ১২ লাখ ৪৫ হাজার ১৭০ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯ লাখ ৭০ হাজার ২৫৮ জন জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯১২ জন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪ লাখ ৪৩ হাজার ২৯৬ ও নারী ৫ লাখ ৬১ হাজার ৩০৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহিতার মধ্যে পুরুষ পুরুষ ১ লাখ ৩৫ হাজার ৯৯৭ জন ও নারী ১ লাখ ৩৮ হাজার ৯১৫ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬১৭ জন।

এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৬ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার ৩৯২ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৬৬৬ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪২ হাজার ৭২৬ জন নিবন্ধন করেছেন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে