Dr. Neem on Daraz
Victory Day

অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ টিকা দিল মালদ্বীপ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৮:৩৬ এএম
অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ টিকা দিল মালদ্বীপ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ কোভিড-১৯ অ্যাস্ট্রাজেনেকা ডোজ টিকা উপহার দিয়েছে মালদ্বীপ সরকার। এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

আগামী ৮ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে দোহা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হস্তান্তরকৃত এই ডোজ টিকা দেশে পৌঁছাবে। 

শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপের দেওয়া এসব টিকা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে