Dr. Neem on Daraz
Victory Day

এফডিসিতে কাজই করবেন না চলচ্চিত্রকাররা!


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ১২:৫৬ পিএম
এফডিসিতে কাজই করবেন না চলচ্চিত্রকাররা!

সোহানুর রহমান সোহান

ঢাকা : ভাড়া বাড়ানো হচ্ছে বিএফডিসির শুটিংয়ের কারিগরি যন্ত্রপাতির। জানুয়ারিতেই নতুন ভাড়া কার্যকর করা হবে এমন পাঁয়তারা করছে বিএফডিসি কর্তৃপক্ষ। এ অবস্থায় প্রতিবাদী হয়ে উঠেছেন চলচ্চিত্রকাররা। বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, এমনিতেই আমাদের রুগ্ণ চলচ্চিত্র, দম যায় যায়, এরপরও কারিগরি যন্ত্রপাতির ভাড়া বাড়ানো যেন একেবারে মড়ার উপর খাঁড়ার ঘা।

চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার জন্য কয়েকজন সরকারি কর্মকর্তা মিলে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। এরা চাচ্ছেন না চলচ্চিত্র শিল্পটা ঘুরে দাঁড়াক। যার নমুনায় ছিল বিএফডিসির শুটিংয়ের কারিগরি যন্ত্রপাতি ও স্থাপনার ভাড়ার হার বাড়ানোর তালিকা।

আগামীনিউজকে জনপ্রিয় এই পরিচালক আরো বলেন, প্রযোজক-পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রকাররা সিদ্ধান্ত নিয়েছি এফডিসিতে কাজই করব না। আমরা তথ্য মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছি। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানও আমাদের সঙ্গে একাধিকবার বসেছেন। তিনি অবশ্য বলেছেন সিনেমার এখন যেই হাল তাতে কারিগরি যন্ত্রপাতির ভাড়া বাড়ানো হবে না। বাইরে কমমূল্যে যন্ত্রপাতি পাওয়া গেলে কেন চলচ্চিত্রকাররা এফডিসি থেকে ভাড়া করবে? এটা হতে পারে না। ভাড়া বাড়ানো হবে না।

সোহান বলেন, ‘সরকারি একটি প্রতিষ্ঠানে চলচ্চিত্রের সংকটময় সময়ে এসে সব ধরনের সহযোগিতা পাওয়ার কথা। কিন্তু আমরা উল্টো সহযোগিতার চেয়ে হয়রানির শিকার হচ্ছি। এফডিসিতে কাজ করতে যে টাকা লাগে তার চেয়েও কম টাকায় বাইরে থেকে আমরা কাজ করতে পারি। এ রকম হলে আমরা এফডিসিতে আসব না। সব কাজ বাইরে করব।’

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে