Dr. Neem on Daraz
Victory Day

ওটিটি প্ল্যাটফর্ম মানেই সমকামিতা আর যৌনতা: আমিশা প্যাটেল


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ১১:২৬ এএম
ওটিটি প্ল্যাটফর্ম মানেই সমকামিতা আর যৌনতা: আমিশা প্যাটেল

ঢাকাঃ কিছুদিন আগে নিজের আসন্ন সিনেমা ‘গদর ২’-এর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এবার এলেন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে। এই নায়িকার মতে, ওটিটিতে ভালো কোনো কনটেন্ট থাকে না। ওখানে শুধুই সমকামিতা আর যৌনতা ছাড়া আর কিছু নেই।

সম্প্রতি নিজের মুক্তিপ্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এমনই বিস্ফোরক কথা বলে ফেললেন আমিশা। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দর্শকরা আজকাল একটা ভালো, পরিষ্কার কনটেন্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে তো আপনি সেগুলো পাবেন না। ওখানে হোমোসেক্সুয়ালিটি ছাড়া কিছুই নেই। বাচ্চাদের এসব থেকে দূরে রাখতে মা-বাবাদের তো টিভি, মোবাইল লক করে রাখতে হয়।’ এখানেই অবশ্য থামেননি ‘গদর’ অভিনেত্রী।

আমিশা প্যাটেল এও বলেন, ‘দাদা-দাদিদের সঙ্গে বসে বাচ্চারা যেকোনো সিনেমা দেখবে, সেই যুগ এখন আর নেই। ওটিটিতে সেসব নেই। ওখানে গে-লেসবিয়ানিজম, সমকাম যৌনতার দৃশ্যে ভরপুর কনটেন্ট, যেসব দৃশ্যের জন্য বাচ্চাদের চোখ ঢেকে রাখতে হয় মা-বাবাদের। কারণ আপনি তো চাইবেন না আপনাদের সন্তানরা এসব দেখুক।’

তবে ‘গদর ২’ যে একেবারে ২২ বছর আগেরকার ধাঁচ বজায় রেখেই মুক্তি পাচ্ছে, তা পরিষ্কার করে দিলেন আমিশা প্যাটেল। অভিনেত্রীর কথায়, ‘এখানে পারিবারিক মূল্যবোধ, হৃদয়বিদারক মুহূর্ত, তুখোড় অ্যাকশন, সংলাপ, দারুণ মিউজিক বিনোদনের সমস্ত উপকরণই রয়েছে।’

প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গদর ২’। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন আমিশা। এতে সাকিনার চরিত্রেই দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে