Dr. Neem on Daraz
Victory Day

এফডিসিতে যাবো না, সিনেমাও বানাবো না: হিরো আলম


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৮:১৫ পিএম
এফডিসিতে যাবো না, সিনেমাও বানাবো না: হিরো আলম

ফাইল ছবি

ঢাকাঃ বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ বছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাবে। এ ছাড়া আরও পাঁচটি সিনেমার কাজ চলমান। তবে হঠাৎ করে সিনেমা নির্মাণ বন্ধ এবং এফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। সোমবার সকালে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘গত রোববার থেকে চিন্তা-ভাবনা করলাম। নিজের কাছে প্রশ্ন করলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনোদিন এফডিসিতে যাবো না। কোনো চলচ্চিত্র নির্মাণ করবো না। কেননা সুশীলসমাজ আমাকে মেনে নিতে পারে না। আবার এফডিসির লোকজন আমাকে নিতে পারছে না। তারা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত করে যাচ্ছে আমাকে।’ তিনি বলেন, ‘আমি সবসময় সবার জন্য কথা বলি। এখন থেকে আর বলবো না। আমি সিনেমাকে ভালোবাসি। আমার ব্যবসা, ইউটিউব, কনসার্ট থেকে যে টাকা আয় করি তা দিয়ে সিনেমা তৈরি করছি। কিন্তু এফডিসির কিছু লোক বলছে আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীকে কাজ করতে দেওয়া না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করবো না।’ হিরো আলম আরও বলেন, ‘আমার হাতে আরও পাঁচটি সিনেমা রয়েছে।

এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবো কি না তা বলতে পারছি না। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আশা করছি এগুলো নিয়ে জীবন পার করে দেবো। আর তিনটা সিনেমা মুক্তি দেবো।’

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে