Dr. Neem on Daraz
Victory Day

করোনা আতঙ্কে ঘরে অবরুদ্ধ ভিলেন ডিপজল


আগামী নিউজ প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৯:২৬ এএম
করোনা আতঙ্কে ঘরে অবরুদ্ধ ভিলেন ডিপজল

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

ঢাকা: করোনা সংক্রমণ রোধে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ভিলেন মনোয়ার হোসেন ডিপজল স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।  জানা গেছে, করোনা আতঙ্কে নিজের সকল কার্যক্রম বন্ধ করে ঘরে অবরুদ্ধ তিনি। নিয়ম করে হাত পরিষ্কার করা ও দূরত্ব বজায় রেখে অন্যদের সঙ্গে কথা বলছেন এই অভিনেতা। 

ডিপজল গণমাধ্যমকে জানিয়েছেন, সময়টা এখন ভালো যাচ্ছে না। চারিদিকে করোনার আতঙ্ক। এ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তাই ঘরের বাইরে বের হচ্ছি না। বাসায়ই সময় কাটাচ্ছি। বাইরের সকল কাজ বন্ধ রেখেছি। আমার মতো সবাই যেন কাজটি করেন। তাহলেই করোনা থেকে বাঁচা যাবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ১৩ হাজার ৫শ’ ৯১ জন। প্রতিক্ষণে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার আটশ’ ৯২ জন সুস্থ হয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় দুই জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন ২৭ জন। 

দেশজুড়ে সরকারি ও বেসরকারিভাবে নানা ব্যবস্থা গ্রহণ করা হলেও এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে দেশে। 

আগামীনিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে