Dr. Neem on Daraz
Victory Day

করোনা আতঙ্ক : কেরালায় সিনেমা হল বন্ধের নির্দেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ১০:২৮ এএম
করোনা আতঙ্ক : কেরালায় সিনেমা হল বন্ধের নির্দেশ

ছবি সংগৃহীত

ঢাকা : বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম মরণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত ৪ হাজার ২৫৮ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬০০ জন। 

এদিকে, ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৭ জন। এমন পরিস্থিতিতে দেশটির সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে এবার দেশটির কেরালা রাজ্যে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ সম্মেলন করে তিনি সিনেমা হল বন্ধের এ ঘোষণা দেন।

মঙ্গলবার নতুন করে কেরালায় আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভারতের ওই রাজ্যে ১৫ জনের শরীরে করোনারভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের কোয়েরান্টাইনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সিনেমা হল বন্ধ ছাড়াও বেশকিছু পদক্ষেপ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও এ ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এক জায়গায় বেশি মানুষ জড়ো হওয়া বন্ধ করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে আপাতত সব ধরনের সামাজিক অনুষ্ঠান পিছিয়ে দিতে রাজ্যবাসীকে অনুরোধ করা হয়েছে। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। আপাতত বাড়িতে থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে