Dr. Neem on Daraz
Victory Day

‘মোটা’ হিসেবে দেখানোয় পত্রিকার বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৭:২৭ পিএম
‘মোটা’ হিসেবে দেখানোয় পত্রিকার বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী

ঢাকাঃ ইরাকের অভিনেত্রী আনাস তালেব শারীরিকভাবে স্থুল গড়নের। বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম আকারে ইঙ্গিতে বোঝাতেই বেঁধেছে বিপত্তি। চটে গিয়ে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করে দিয়েছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি।

সম্প্রতি পত্রিকাটি আরব বিশ্বের পুরুষদের তুলনা নারীদের মোটা হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে। ‘কেন আরব বিশ্বের নারীরা পুরুষের চেয়ে মোটা হয়’ শিরোনামের ওই লেখায় ছবি ব্যবহার করা হয় তালেবের। মোটা নারী হিসেবে তার ছবি ব্যবহার করাতেই মেজাজ সপ্তমে চড়েছে তার।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তালেব বলেন, ‘অনুমতি ছাড়া নিবন্ধটিতে অপ্রাসঙ্গিকভাবে আমার ছবি ব্যবহার করা হয়েছে। এতে আমার গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া ছবিটি ফটোশপে এডিট করা হয়েছে বলে আমি মনে করি।’

এসময় এই অভিনেত্রী জানান, এরইমধ্যে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছেন তিনি। পাশাপাশি নিজের স্বাস্থ্য নিয়ে কোনো অসন্তুষ্টি নেই তার। বেশ সুস্থ জীবন অতিবাহিত করছেন বলেও জানিয়েছেন।

শুধু নিজের ছবি ব্যবহারেই ক্ষুব্ধ হননি তালেব, লেখাটির প্রতিও তার রাগ রয়েছে। নিবন্ধটি তার কাছে আরব বিশ্বের নারীদের জন্য অবমাননাকর বলে মনে হয়েছে। তিনি প্রশ্ন রেখেছেন, ‘কেন পত্রিকাটি ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বদলে আরব বিশ্বের মোটা নারীদের প্রতি আগ্রহ দেখাল?’

আনাস তালেব ইরাকের একজন জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি রয়েছে তার।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে