Dr. Neem on Daraz
Victory Day

‘সাঁঝবাতি’তে প্রথমবার জুটি বেঁধেছেন সৌমিত্র-দেব


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৯:১৯ এএম
‘সাঁঝবাতি’তে প্রথমবার জুটি বেঁধেছেন সৌমিত্র-দেব

ঢাকা: দেব ও সৌমিত্রের মধ্যে কয়েক প্রজন্মের ব্যবধান। দুই ভিন্ন পৃথিবীর অভিনেতা তারা। একজন লিভিং লেজেন্ড, অন্যজন অভিনেতা-প্রযোজক-সাংসদ। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সাঁঝবাতি’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও সময়ের আলোচিত নায়ক দেব।

মাত্র কয়েক দিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন সৌমিত্র। ধকল সামলে শুটিংয়ে ফিরছেন। প্রথমবার দেবের সঙ্গে কাজ নিয়ে সৌমিত্র বলেন, ‘ষাট বছরে অনেকের সঙ্গে কাজ করেছি। দেবের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করব শুনে আগ্রহী ও কৌতূহলী হয়েছিলাম। আগে ওকে তেমন চিনতাম না। জানি না ওর মনে আছে কি না... একবার সায়েন্স সিটিতে অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাচ্ছিলাম। দেব তখন ঢুকছিল। কিছুটা গিয়ে ফিরে এসে ও আমাকে প্রণাম করে। সেটা ভালো লেগেছিল।’ 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় বিষয়ে দেব বলেন, ‘এই মুভি করার কারণ, সৌমিত্রদা। চেষ্টা করেছি, আমার জন্য তার অভিনয়ের যেন ক্ষতি না হয়। সৌমিত্রদার সঙ্গে সময় কাটানো আর তার কাছ থেকে শেখা... সুযোগ হিসেবে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছি।’

দেব ও সৌমিত্রের মধ্যে কয়েক প্রজন্মের ব্যবধান। তবে মহিলা অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দুজনই। সাদাকালো থেকে ডিজিটাল, সৌমিত্রের আবেদন অমলিন। ‘অনেক প্রেমপত্র পেয়েছি। গোড়ার দিকের চিঠিগুলো আমার স্ত্রী যত্ন করে রেখে দিতেন। বাড়ি অদলবদলে সেগুলো এখন নেই...’ তার কথার রেশ টেনেই দেব বলতে শুরু করেন, ‘এটাই হয়। যারা চিঠি পায়, তারা যতটা না পড়ে, তার চেয়ে বেশি পড়ে পাশেরজন।’

দেবকে ‘আই লাভ ইউ’ বলাতেও মহিলাদের আগ্রহ দেখার মতো। ‘বাংলাদেশ থেকে ১৫ বছরের একটি মেয়ে পালিয়ে এসেছিল আমাকে বিয়ে করবে বলে। সাক্ষী হিসেবে এসেছিল তার আট বছরের ভাইও। আমার অ্যাপার্টমেন্টের নিচে অপেক্ষা করছিল ওরা। পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওদের বাড়ি পাঠাই। তবে এদের ভালোবাসার জন্যই আমাদের বেঁচে থাকা।’

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে