Dr. Neem on Daraz
Victory Day

সংগীত আমাদের ক্ষমা করবে তো!


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ১১:০৮ পিএম
সংগীত আমাদের ক্ষমা করবে তো!

ঢাকা: সাম্প্রতি দেশের সংগীতাঙ্গন উত্তাল। নিজেদের ন্যায্য পাওনার হিস্যার আদায়ের লক্ষ্যে অনেকেই দিচ্ছেন বিবৃতি। পক্ষে-বিপক্ষেও চলছে নানা বাগবিতণ্ডা। এরই মধ্যে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কিংবদন্তিদের যাতে কেউ অসম্মান না করেন সেই অনুরোধ জানালেন। 

পাঠকের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: ‘শিল্পের স্বার্থ শিল্পীর চেয়ে বড় নয়। যারা কিংবদন্তি, গুরুজন, পিতৃ মাতৃসম, তাদের বিচার করবার অধিকার, যোগ্যতা কোনোটাই আমাদের নেই। আরও ১০০ বছর গান গাইলেও একজন ফিরোজা বেগম, একজন ফেরদৌসী রহমান, একজন সৈয়দ আব্দুল হাদী, একজন রুনা লায়লা, একজন সাবিনা ইয়াসমিন, একজন শাহনাজ রহমতুল্লাহ, একজন অ্যান্ড্রু কিশোর, একজন কুমার বিশ্বজিৎ, একজন জেমস, একজন তপন চৌধুরী, একজন আইয়ুব বাচ্চু, একজন আব্দুল আলীম, একজন বশীর আহমেদ বা আরও যারা কিংবদন্তি ছিলেন এবং আছেন (নাম বলে শেষ হবে না) তাদের মতো হতে পারবো কি? অসম্ভব। কম সময় তো হলো না আমাদের সবার, হতে পারিনি তো। এমন শিল্পী আসে হাজার বছরে। উনারাই তো বাংলাদেশ, আমাদের মানচিত্র। এমন মহতের সামনে ক্ষুদ্র হওয়াও গৌরবের। ভাবছি সংগীত আমাদের ক্ষমা করবে তো! আজ যাদের ভালোবাসা পেয়েও মূল্যায়ন করতে পারলাম না, তাদের ক্ষোভ, ঘৃণা, কষ্টের হাহাকার আমরা সইতে পারব তো! দয়া করে কেউ আগুনে ঘি ঢালবেন না এবং ছোট বড় কাউকেই হেয় করবেন না। সবার শুভ বুদ্ধির উদয় হোক।’

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে