Dr. Neem on Daraz
Victory Day

সীমান্ত হত্যা বন্ধে আইনি নোটিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৬:৩২ পিএম
সীমান্ত হত্যা বন্ধে আইনি নোটিশ

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই নোটিশ প্রেরণ করেন।

স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণায়ের সচিব, সেনা প্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে সীমান্ত হত্যা বন্ধে সংবিধান ও আইনের আলোকে ব্যবস্থা গ্রহণ ও ভারত সীমান্তে বাংলাদেশী নাগরিকদের রক্ষায় সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। তবে নোটিশ অনুসারে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে এ বিষয়ে রিট দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়।

আগামীনিউজ/আপি/আরএম

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে