Dr. Neem on Daraz
Victory Day

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্স হাইকোর্টে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০৩:৪০ পিএম
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্স হাইকোর্টে

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে এসে পৌঁছেছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে এসে পৌঁছেছে।’

এর আগে গত ২৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ আসামি হলেন- মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক, ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, আজিজুল হক, লোকমান, ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন, আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম খান।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে