Dr. Neem on Daraz
Victory Day

আইনমন্ত্রীর সংবর্ধনাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০১:৩৯ পিএম
আইনমন্ত্রীর সংবর্ধনাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুষ্ঠানে দু’পক্ষের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। 

শনিবার (৬ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো আড়াইশ জনকে আসামিকে করে মামলাটি করে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন— রাসেল, সুমন, হৃদয় খান, সালাউদ্দিন, রবিন ও কাইয়ুম। এদের সবার বাড়ি তেতৈয়া গ্রামে।  

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূইয়া বলেন, “সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

গত ৫ মার্চ জেলার কসবায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম. এ. আজিজের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ২০টি মোটর সাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকানপাট ও মার্কেটে ভাংচুর চালানো হয়। পরে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে