Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৭:০৩ পিএম
টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

টাঙ্গাইলঃ টাঙ্গাইলে মাদক মামলায় একজন‌কে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছে আদালত। একই মামল‌ায় অপরজন‌কে দুই বছ‌রের সশ্রম কারাদন্ড ও আরেক জন‌কে অব‌্যাহতি প্রদান ক‌রেন অ‌তি‌রিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদাল‌তের বিচারক মোহাম্মদ মোস্তফা শাহারিয়ার খান।
মঙ্গলবার (২০ জুন) বেলা ৩টার দি‌কে টাঙ্গাইলের সখীপু‌র থানায় দা‌য়ের করা মাদক মামলায় রায় ঘোষণা ক‌রা হয়।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলে সখীপুর উপ‌জেলার নলুয়া গ্রা‌মের আড়া‌লিয়াপাড়া গ্রা‌মের ফজলুল ক‌রিমের ছে‌লে মিজানুর রহমান (২২)। দুই বছ‌রের কারাদন্ডপ্রাপ্ত একই গ্রামের মৃত আবুল মিয়ার ছে‌লে রা‌সেল মিয়া (২৫)। এবং মামলায় খালাস পাওয়া একই উপ‌জেলার যাদবপুর গ্রা‌মের আব্দুর ক‌রি‌মের ছে‌লে মো পা‌ভেল মিয়া (২৫)।
টাঙ্গাইলের অ‌তি‌রিক্ত পি‌পি খোর‌শেদ আলম জানান, জেলা গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি) ২০১৯ সা‌লের ২জুন গোপন খব‌রের ‌ভি‌ত্তি‌তে সখ‌ীপু‌রের নলুয়া আড়া‌লিয়াপাড়া এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে দ‌ন্ডিত মিজানুর রহমা‌নের কাছ থে‌কে এক হাজার দুই পিচ ইয়াবা ট‌্যাব‌লেট ও ১৫০ গ্রাম হি‌রোইন উদ্ধার ক‌রে। এছাড়া রা‌সেলের কাছ থে‌কে একশ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হি‌রোইন উদ্ধার ক‌রে। ঘটনার দিন জেলা  ডি‌বির (উত্তর) উপপ‌রিদর্শক নুরুজ্জামান বাদি পাঁচ জ‌নের না‌মে মামলা দা‌য়ের ক‌রে। প‌রে সখীপুর থানার এসআই ছ‌বেদ আলী তদন্ত শে‌ষে ২০১৯ সা‌থে ৩১ জুলাই আসামী মিজানুর রহমান, রাসেল মিয়া ও পা‌ভেল মিয়ার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগপত্র দা‌য়ের ক‌রেন। রায় ঘোষণার সময় রা‌সেল অনুপ‌স্থিত ছিল। ত‌বে মামলার প্রধান আসামী মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থে‌কে রায় ঘোষণা পর্যন্ত জেলা কারাগা‌রে র‌য়ে‌ছেন। রাষ্ট্রপক্ষে মামলার সহ‌যো‌গিতা ক‌রেন হা‌সিমুল আক্তার ও জবান আল‌ী খান।

শফিকুজ্জামান খান মোস্তফা/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে