Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে, রেল যোগাযোগ স্বাভাবিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৩:২৫ পিএম
চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে, রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রামঃ বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে সাময়িকভাবে বন্ধ থাকা রেল যোগাযোগও স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরপর রেল যোগাযোগও স্বাভাবিক হয়।  

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যাওয়ায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ঢাকা থেকে আসা সোনার বাংলা আগুনের কারণে ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে