Dr. Neem on Daraz
Victory Day

পরীক্ষা না দিয়েও পেলো বৃত্তি


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ১০:১৬ এএম
পরীক্ষা না দিয়েও পেলো বৃত্তি

কৃড়িগ্রামঃ পরীক্ষা না দিয়েও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হলে ফুলবাড়ী উপজেলার প্রকাশিত তালিকায় ওই শিক্ষার্থীর রোল পাওয়া যায়। অনুপস্থিত ওই শিক্ষার্থীর রোল নম্বর ২৪। সে চর গোরক মন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কিন্তু ওই ছাত্র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের ১০১ কক্ষে ২৪ রোল নম্বরধারী শিক্ষার্থীর আসন থাকলেও ওই শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে অনুপস্থিত দেখিয়ে তালিকা পাঠায়।

এদিকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল থেকে দেখা যায়, নাগেশ্বরী উপজেলায় ৪৪ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ফলাফল শিটে সাধারণ গ্রেডের ২৪ নম্বরে ওই শিক্ষার্থীর রোল অন্তর্ভুক্ত রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরক মন্ডপ এলাকায়। পরীক্ষায় অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন ওই শিক্ষার্থী ও তার অভিভাবক।

শিক্ষার্থীর মা বলেন, ‘আমার ছেলে পরীক্ষায় অংশ নেয়নি। কেমন করি রেজাল্ট আসছে, জানা নাই। আপনাদের কাছে শুনলাম।’

এ ব্যাপারে জানতে চর গোরক মন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, সাত পরীক্ষার্থীকে বর্ণনামূলক রোল (ডিআর ভুক্ত) করা হয়েছে। তার মধ্যে তিন জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে ২৪ রোলধারী শিক্ষার্থীও অনুপস্থিত ছিল।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ‘একজন শিক্ষার্থীর রোল তালিকায় এসেছে যে পরীক্ষায় অংশ নেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি কেন এবং কীভাবে হয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, উপজেলা থেকে যে তালিকা পাঠানো হয়েছে সে তালিকায় অনুপস্থিত থাকলে ওই ছাত্রের বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রাথমিক শিক্ষা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ হওয়ায় ওয়েবসাইট থেকে ফল সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে সংশোধিত ফল প্রকাশ করা হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে