Dr. Neem on Daraz
Victory Day

নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টা, পৌর নির্বাহী কর্মকর্তার কারাদণ্ড


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৪:১৩ পিএম
নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টা, পৌর নির্বাহী কর্মকর্তার কারাদণ্ড

চুয়াডাঙ্গাঃ নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব কাজী শরিফুল ইসলামকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার 
মাসের কারাদণ্ডের আাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাজী শরিফুল ইসলাম বর্তমানে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত। বুধবার বিকালে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস বলেন, ২০১৬ সালে ১২ জুলাই  চুয়াডাঙ্গা পৌরসভার ভুক্তভোগী নারী কর্মী তার কক্ষে কাজ করছিলেন। এ সময় সচিব কাজী শরিফুল ইসলাম তাকে একা পেয়ে জাপটে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে অন্য সহকর্মীরা ওই নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেন। পরে ১ আগস্ট বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই নারী।

তিনি জানান, রাষ্ট্রপক্ষ থেকে ১২ জন সাক্ষীকে পরীক্ষা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে