Dr. Neem on Daraz
Victory Day

কক্সবাজারে মাদক মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:০৫ পিএম
কক্সবাজারে মাদক মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজারঃ ২ লাখ পিস ইয়াবা পাচারের মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যককে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিয়ানামারের আকিয়াবের সিবপুরে মৃত সিকদার আলীর পুত্র মো. দইলা, পুত্তু জারিপাড়ার মীর আহাম্মদের পুত্র রবি আলম, একই এলাকার মো. হাফেজের পুত্র মো. আলম, মো. করিমের পুত্র মো. শফিকুল, মৃত মনুর পুত্র মো. নূর, মৃত নূরুল হাকিমের পুত্র নূরে আলম, মৃত লাল মিয়ার পুত্র, আলী আহামদ ও মৃত আবু সুফিয়ানের পুত্র নূরুল আমিন।

মামলা বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশকালে বোটসহ একটি বিশাল ইয়াবা চালান জব্ধ করে টেকনাফ কোস্ট গার্ডের একটি দল। ওই সময় বোটে থাকা আটজনকেও আটক করা হয়। পরে গণনা করে ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় কোস্ট গার্ড কর্মকর্তা এম জে উদ্দীন নামের এক বাদী হয়ে তখন টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে