Dr. Neem on Daraz
Victory Day

ইজতেমার দ্বিতীয় পর্বে যৌতুকবিহীন ১৫ বিয়ে


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৮:৪৯ পিএম
ইজতেমার দ্বিতীয় পর্বে যৌতুকবিহীন ১৫ বিয়ে

গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫ জনের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর মূল মঞ্চের পাশে তাদের বিয়ে সম্পন্ন হয়।  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজতেমায় তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বাদ আসর বয়ান শুরু করেন। বয়ান শেষে মাওলানা ইলিয়াস বিয়ে পড়ানোর কথা ছিল। বয়ান শেষ করে বিয়ের খুৎবা শুরুর আগ মুহূর্তে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী উপস্থিত হলে ছোট ভাই মাওলানা ইলিয়াস তাকে বিয়ে পড়ানোর অনুরোধ জানান। ছোট ভাই মাওলানা ইলিয়াসের অনুরোধে বড় ভাই মাওলানা ইউসুফ কান্ধলভী বিয়ে পড়ান।

হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে ১৫টি বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

সায়েম বলেন, দুই বছর বন্ধ থাকার পর এবার মূল মঞ্চে যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বর ও কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে এবারের ইজতেমায় শতাধিক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে করেন ঢাকার জিঞ্জিরা এলাকার হাফেজ আবু তালেব। তিনি বলেন, পরিবারের সদস্যদের ইচ্ছাতেই ইজতেমা ময়দানে এসে বিয়ে করেছি। বিয়েতে কন্যার মতামত নিয়ে তার বাবা এসেছেন। একজন এসেছেন বিয়ের সাক্ষী হিসেবে। বিয়ে সম্পন্ন করতে হলে ময়দানের মূল মঞ্চের পাশে আগেই নাম লেখাতে হয়। আসরের বয়ান শেষে মুরব্বিরা বিয়ে সম্পন্ন করান।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে