Dr. Neem on Daraz
Victory Day

সীমান্তে আবারও উত্তেজনা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৪:০৯ পিএম
সীমান্তে আবারও উত্তেজনা

ফাইল ছবি

কক্সবাজারঃ কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমার সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। টেকনাফের হোয়াইক্যং খাড়াংখালী সীমান্তের ওপাশে গোলাগুলি চলছে।

সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে নতুন করে সংঘর্ষ চলছে। মিয়ানমানের ভেতরে ‘দিয়া’ নামক গ্রামে থেকে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন তারা। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মানুষের হইচই ও কান্নাকাটির শব্দ ভেসে আসছে।

গত দেড় মাসের বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা চলছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। নতুন করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের সীমান্তের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে