Dr. Neem on Daraz
Victory Day

মহরমসহ পুলিশের ১৩ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, বরিশাল প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ১০:৪৭ এএম
মহরমসহ পুলিশের ১৩ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বরগুনাঃ ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার, একজন পুলিশ পরিদর্শক, তিন উপ-পরিদর্শক, চার সহকারী উপ-পরিদর্শক ও চার নায়েক ও কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।  

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা ছিলেন বরগুনার পাথরঘাটা বামনার সার্কেল এসপি তোফায়েল হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহাবুদ্দিন।  

প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান। তিনি বলেন, বরগুনার ঘটনায় তদন্ত কমিটি রবিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। 

ডিআইজি আরও বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বরগুনা পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এ সময় সেখানে উপস্থিত এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু লাঠিচার্জের কারণ জিজ্ঞাসা করলে তার সঙ্গেও মহরম আলী বাগবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ উঠেছে। রাতে এমপি শম্ভু বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহরম আলীকে প্রত্যাহার ও চাকরিচ্যুত এবং অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে