Dr. Neem on Daraz
Victory Day

এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস : পরিকল্পনামন্ত্রী


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৪:১০ পিএম
এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস : পরিকল্পনামন্ত্রী

ছবিঃ আগামী নিউজ

সুনামগঞ্জঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ধৈর্যের আহ্বান জানিয়েছেন। এই কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। বিদ্যুতের সমস্যা আছে, দ্রব্যমূল্যের সমস্যা আছে। তবে আমরা যারা কাজ করি, আমরা কিছু আলোর রেখা দেখছি পূর্ব দিগন্তে। আমার মনে হয় আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে এসেছি। এগুলো অহেতুক কোনো কথা নয়। আমরা নানা বিষয়ে আশা দেখছি। আমার বিশ্বাস এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস। আগামী মাস থেকে আবার স্বাভাবিক জায়গায় ফিরে যাব। 

শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হাসনরাজা মিলনায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা মাখন, ক্রিম খেয়ে অভ্যস্ত, কেকের উপরের অংশ কেটে কেটে খায়, তারা বাধা দিচ্ছে। তারা তাদের পিতাকে হত্যা করেছিল। কৃষক-শ্রমিকের মঙ্গল ও কল্যাণ চেয়েছিলেন সেই অপবাদে। শেখ হাসিনাকেও তারা হত্যা করতে চায়। মঞ্চ থেকে সরিয়ে ফেলতে চায়। কারণ শেখ হাসিনা প্রত্যেক বাঙালির, প্রত্যেক জাতির, যে কোনো ধর্মের মানুষের ন্যায়ের জন্য কাজ করেন। 

এম এ মান্নান বলেন, ‘বিএনপির আমলে ২০০৯ সালে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার ছিল। সেই জায়গা থেকে বর্তমান সরকার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আমাদের রিজার্ভ তলানিতে থাকার প্রশ্নই ওঠে না। প্রবাসীদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। তারা এখন বেশি পরিমাণে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা আমাদের রিজার্ভ বৃদ্ধির মহানায়ক, তাদের স্যালুট দিই।’

রিজার্ভ নিয়ে ভয়ের কোনও কারণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডলারের দামের ওপর সরকারের একটি প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল, বিশ্ব বাজারের চাপে তা ভেঙে পড়ে। তাই ডলারের দাম বেড়ে যায়। এখন আবারও ডলারের দাম কমতে শুরু করেছে। এটি আরও সুসংহত হবে। ডলার আমাদের টাকা নয়, এটি বিশ্ব মোড়ল মার্কিনিদের মুদ্রা।’

বাংলাদেশে ডলারের রিজার্ভ ভালো আছে দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন সারা বিশ্বে গ্যাসের নতুন বাজার সৃষ্টি হয়েছে। সেজন্য বাংলাদেশের ওপর চাপ রয়েছে। গ্যাস-কয়লা এমন জিনিস নয় যে, খুঁজলেই পেয়ে যাবো। গ্যাস-কয়লা অনুসন্ধানে সময় লাগবে। আগামী দিনের শক্তির উৎস গ্যাস নয় কয়লা নয় তেলও নয়; আগামী দিনের শক্তির উৎস হবে নবায়নযোগ্য সৌরশক্তি। সরকার সে পথে হাঁটছে।’ বাংলাদেশ একা নয়, সারাবিশ্বই সৌরশক্তির ব্যবহারের দিকে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

চা শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, সকল কায়িক শ্রমিকের প্রতি ন্যায়বিচার করবো। দরিদ্ররা অবিচারের শিকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে আমার বিশ্বাস সরকার এ সম্পর্কে সচেতন রয়েছে। যারা বাগানের মালিক তারা শ্রমিকদের থাকার জায়গা দেন, রেশন দেন, মেডিকেল কেয়ার দেন, স্কুল দেন, কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ দেন। সেগুলো যোগ-বিয়োগ করে আমি চাই ন্যায় বিচারের মজুরি। আশা করছি সেটি তারা পাবেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল ওয়াহাব রাশেদ ও শিক্ষাবিদ পরিমল কান্তি দে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে