Dr. Neem on Daraz
Victory Day

পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী) প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৪:১৩ পিএম
পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রাজবাড়ীঃ ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যু দিবস। ১৯৭৫ সালে এইদিনে বিপদগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা । 
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছে পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। পাংশা উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ উপজেলা ভাইস চেয়ারম্যানগণ ও উপজেলা প্রাশনের কর্মকর্তাগণ। এর পর শ্রদ্ধা নিবেদন করেন পাংশা মডেল থানার কর্মকর্তাগণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পাংশা সরকারি কলেজ, উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী বাদশা এর নেতৃত্বে পাংশা প্রেস ক্লাব এর সদস্যগণ, আবাসিক প্রকৌশলী বিদুৎ সরবরাহ, উপজেলা সাবরেজিষ্টার অফিস, পাংশা দলিল লেখক সমিতি, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপিঠ, পাংশা উপজেলা পোষ্ট অফিস, ডেভেলপমেন্ট ফরপুওর পিপলস, আফিসার্স ক্লাব পাংশা। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋন প্রদান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় সকালের কর্মসূচি।

সৈকদ শতদল/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে