Dr. Neem on Daraz
Victory Day

গোর-এ-শহীদ বড় ময়দানে ৩ লক্ষাধিক মানুষের নামাজ আদায়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৫:৫৪ পিএম
গোর-এ-শহীদ বড় ময়দানে ৩ লক্ষাধিক মানুষের নামাজ আদায়

দিনাজপুরঃ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এবার পবিত্র ঈদুল আজহার জামাতে তিন লক্ষাধিক মুসল্লি জামাতে অংশ নেন।

জামাতে ইমামতি করেছেন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।

এর আগে, সকাল থেকে দিনাজপুরসহ পার্শ্ববর্তী জেলা–উপজেলার মুসল্লিরা নামাজ আদায়ে এখানে আসতে থাকেন। 

দেশের অন্যতম বৃহৎ এ ঈদগাহে নামাজ আদায় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। 

নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইকবালুর রহিম বলেন, আয়তনের দিক থেকে গোর–এ–শহীদ ঈদগাহ মাঠ উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। বরাবরের মতো এবারও দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রায় ৩ লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেছেন। করোনা ও আবহাওয়া খারাপ থাকায় দূরদূরান্তের মুসল্লিদের উপস্থিতি কম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে এ মাঠের সুন্দর মিনারটি নির্মিত হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও সুন্দর করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া নামাজ আদায় করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

দেশের বৃহৎ এ ঈদ জামাতকে ঘিরে ঈদগাহ মাঠজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও ছিলেন তৎপর।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে