Dr. Neem on Daraz
Victory Day

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আটক ২০


আগামী নিউজ | বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৪:২০ পিএম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আটক ২০

ঝিনাইদহঃ জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২০ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে  মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু বয়েছে।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, বিজিবির একটি টহল দল মেইন সীমান্ত পিলার ৫২/ ১৬ থেকে আনুমানিক ৩০০ গজ অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়। তাদের বাড়ি  ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা।

তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে