Dr. Neem on Daraz
Victory Day

বরুড়ায় টমেটো ক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার


আগামী নিউজ | কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ১০:২১ এএম
বরুড়ায় টমেটো ক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় টমেটো ক্ষেত থেকে আমেনা বেগম নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম ওই গ্রামের কৃষক মাজেদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে স্থানীয়রা টমেটো ক্ষেতে আমেনার লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।

বরুড়া থানার ওসি সত্যজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে রাত সাড়ে ১২টার দিকে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরো বলেন, সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

আগামী নিউজ/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে