Dr. Neem on Daraz
Victory Day

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, কাটা পড়ল ট্রেনে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৯:২৮ পিএম
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, কাটা পড়ল ট্রেনে

দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে রেললাইনে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে পাবজি গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মো. হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কাউগা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।  

নিহত হৃদয় বাবু উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের জামতলি গ্রামের মৃত মো.বাবুল হোসেনের ছেলে। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, রেললাইন কানে হেডফোন লাগিয়ে মোবাইলে পাবজি গেম খেলছিল হৃদয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হুইসেল দিলেও কানে হেডফোন থাকার কারণে শুনতে পায়নি সে। এতে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কোনো অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে বলে তিনি জানান। 

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে