Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশিত: মে ১২, ২০২২, ০৩:২৯ পিএম
লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুরঃ বাজারে গুদামে সয়াবিন তেল মজুত করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ললক্ষ্মীপুর মাছ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট অমৃত কুমার বিশ্বাস।

জরিমানাকৃতদের মধ্যে ধানহাটা এলাকার পরিবেশক নুর আলম ষ্টোর, রূপা ষ্টোর ও রাজ্জাক ষ্টোরকে ২০ হাজার টাকা হারে ৬০ হাজার টাকা এবং মাছ বাজার এলাকার খান ষ্টোরকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়।

এর আগে, গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুরের বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশক নুর আলম ষ্টোর, খান ষ্টোর, রূপা ষ্টোর, রাজ্জাক ষ্টোরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে মজুদকৃত বিপুল পরিমান সয়াবিন তেলের কাটুন উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক মাহমুদুর রহমান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমৃত কুমার বিশ্বাস জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সয়াবিন তেল মজুদ করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে মজুতকৃত সয়াবিন তেল নির্ধারিত মূল্যে ভোক্তার নিকট বিক্রি করার জন্য। অন্যথায় পরবর্তীতে কঠোর সাজার আওতায় আনা হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

মো: রবিউল ইসলাম খান/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে