Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় ঈদ উপহারের বাড়ী পাবে ৩৬ পরিবার


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৩:৫৬ পিএম
দুপচাঁচিয়ায় ঈদ উপহারের বাড়ী পাবে ৩৬ পরিবার

ফাইল ছবি

বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে বাড়ী পাবে ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) আশ্রায়ন প্রকল্পের আওতায় ওই উপহারের বাড়ির চাবি এবং জমির দলিল হস্তান্তর করা হবে বলে জানান দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহা.আবু তাহির।

দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানা গেছে, মুজিববর্ষে ঈদ উপহারের ৩৬ টি বাড়ির মধ্য সদর ইউনিয়নে ১৯, গুনাহার ইউনিয়নে ৯ এবং চামরুল ইউনিয়নে ৮ টি নির্মিত হয়েছে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সারাদেশে  মুজিববর্ষে তৃতীয়ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে বাড়ি পাবে ৩২ হাজার ৯০৪ টি পরিবার।

এর আগে মুজিববর্ষে প্রথম ও দ্বিতীয়ধাপে ১৭ হাজার ৩২৯ টি বাড়ি প্রধানমন্ত্রীর তরফে উপহার দেয়া  হয়েছিল। তবে তৃতীয়ধাপে বাড়ি নির্মানের জন্য অবকাঠামো পরিবর্তন করা হয়েছে। এজন্য প্রথম ও দ্বিতীয়ধাপে নির্মিত বাড়ির চেয়ে ব্যয় বরাদ্দও বেড়েছে। তৃতীয় ধাপে নির্মিত প্রতি বাড়ির জন্য বরাদ্দ হয়েছে ২ লাখ ৬৯ হাজার টাকা।

এর আগে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া মুজিববর্ষে তৃতীয়ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ি হস্তান্তরের বিষয়ে ব্রিফ করেন। ওই ব্রিফে জানানো হয়, ২৬ এপ্রিল (মঙ্গলবার) গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জমিসহ বাড়ির চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেওয়ান পলাশ/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে