Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০১:৪০ পিএম
নেত্রকোণায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন

নেত্রকোণাঃ বঙ্গবন্ধুর আদর্শ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আর ঘাতক দালালদের অপ-তৎপরতা বন্ধের লক্ষ্যে নেত্রকোণায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখা শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করে। আলোচনা সভা শেষে উপস্থিত লোকজনের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি কাজী মুকুল জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবু কেশব রঞ্জন সরকারকে আহ্বায়ক ও নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি ঘোষণা করেন।

বাবু কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির ও সাংবাদিক হানিফ উল্লাহ আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শহীদ বুদ্ধিজীবি শ্রদ্ধেয় অধ্যাপক মুনীর চৌধুরীর সুযোগ্য সন্তান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর তন্ময়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন খান, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রহিম, নেত্রকোণা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর আহমেদ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

সালাহ উদ্দিন খান/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে