Dr. Neem on Daraz
Victory Day

ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


আগামী নিউজ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ১২:১০ পিএম
ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

বাগেরহাটঃ জেলার রামপালে মৎস্য ঘেরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মোঃ ওমর ফারুক (৪৫) নামের একজন নিহত হয়েছে।বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উজলকুড় পিচপাকা রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। 

নিহত মোঃ ওমর ফারুক উজলকুড় ইউনিয়নের মৃত আমীর আলী ফকিরের পুত্র।

রামপাল থানার ওসি তদন্ত রাধেশ্যাম জানান, ভিকটিমের সাথে একই গ্রামের সিদ্দিক শেখের পুত্র আলী শেখ, মোঃ কালাম শেখ ও জামাল শেখের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নিহত ওমর ফারুকের হাঁস তাদের ধানক্ষেতে চলে যায় ৷ এই বিষয় নিয়ে বাকবিতন্ডায় দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে ওমর ফারুককে কুপিয়ে মারাত্নক জখম করে৷ পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷

শেখ বাদশা/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে