Dr. Neem on Daraz
Victory Day

চুরির মোটরসাইকেল নিয়ে কনে দেখতে গিয়ে ধরা ভুয়া এসআই


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ১০:০২ এএম
চুরির মোটরসাইকেল নিয়ে কনে দেখতে গিয়ে ধরা ভুয়া এসআই

ভুয়া এসআই সোহেল রানা

চুয়াডাঙ্গাঃ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে আসা সোহেল রানা (২৪) নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সোহেল রানা কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে। তিনি এর আগেও পুলিশ পরিচয় দিয়ে চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ায় পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে যান সোহেল। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হয় পাত্রীর পরিবারের লোকজনের। জিজ্ঞাসা করা হলে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান সোহেল। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হয়। এরপর জানা যায় সোহেল প্রতারক। পরে ওই বাড়িতে এসে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরি মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে সোহেল রানাকে আটক করা হয়। তিনি নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে