Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০২:৫৬ পিএম
কুড়িগ্রামে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ

কুড়িগ্রামঃ জেলায় পাট চাষীদের মাঝে বিনামুল্যে সার ও পাটবীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল কাদের, ঢাকাস্থ পাট অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সোলায়মান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওয়াতায় চলতি অর্থ বছরে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় তালিকাভুক্ত মোট তিন হাজার পাটচাষীর মাঝে বিনামুল্যে জন প্রতি ১ কেজি করে পাটবীজ, ৬ কেজি ইউরিয়া, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি করে বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে